সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বিভিন্ন স্থানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উন্নয়ন চিত্র প্রদর্শনী ও নবনির্মিত বিভিন্ন প্রকল্পের উদ্বোধনসহ বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষ্যে উন্নয়ন সভা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ওই উপজেলার জামতৈল পশ্চিম বাজারে এ উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের জোয়ার বইছে। টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্যমাত্রা অর্জনে¡ অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। এ উন্নয়নের জোয়ার অব্যাহত রাখতে আসন্ন জাতীয় নির্বাচনে আবারো নৌকায় ভোট দিতে হবে।
এ উন্নয়ন সাফল্য অর্জনে বিভিন্ন অবকাঠামো নির্মাণ, উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থায় সড়কপথ নির্মাণ কাজে এলজিইডি গ্রামকে শহরে রুপান্তরিত কাজে অগ্রণী ভুমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ-২ নির্বাচনী এলাকার কামারখন্দ উপজেলাবাসীর ভাগ্য উন্নয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অসংখ্য রান্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়ন সাফল্য অর্জনে এলজিইডি অগ্রণী ভুমিকা পালন করে আসছে।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলামের সভাপতিত্বে এ উন্নয়ন সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ, সিরাজগঞ্জ পৌর আ’লীগের সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, আ’লীগ নেতা ফারুক, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, জেলা পরিষদের সদস্য আমিনুল ইসলাম খান, আ’লীগ নেতা ইসরাইল শেখ, ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, ইউপি চেয়াম্যান আলতাফ হোসেন ঠান্ডু, ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ প্রমুখ । এ উন্নয়ন সভায় এলাকার হাজার হাজার নারী পুরুষ অংশ গ্রহণ করেন।